১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জেলা/উপজেলা, ময়মনসিংহ মুক্তাগাছায় ব্যবসায়ী সমিতির বার্ষিক বনভোজন
১৪, ফেব্রুয়ারি, ২০২০, ৯:৩৯ অপরাহ্ণ -

মুক্তাগাছা প্রতিনিধি: মুক্তাগাছা বড়হিস্যা বাজার ব্যবসায়ী সমিতির বার্ষিক বনভোজন ২০২০ সম্পন্ন হয়েছে। ১৪ ফেব্রুয়ারি রোজ শুক্রবার বনভোজন অনুষ্ঠিত হয়।

মধুপুর মহুয়া কটেজ পিকনিক স্পটে এই বনভোজনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলহাজ কে এম খালিদ এমপি, বিশেষ অতিথি উপজেলা নির্বাহী অফিসার সুবর্ণা সরকার, বাংলাদেশ আওয়ামীলীগ মুক্তাগাছা উপজেলা শাখা সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক ইদু, সাধারন সম্পাদক আলহাজ বিলাল হোসেন সরকার, ব্যবসায়ী সমিতি ও আওয়ামী যুবলীগ সভাপতি মাহবুবুল আলম মনি, সম্পাদক এ কিউ লুৎফর হায়দার রাসেল, ছাত্রনেতা শুভ দে, সহযোগি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীসহ সকল সদস্যবৃন্দ । বনভোজনে সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য পরিবেশন, র‌্যাফেল ড্র সহ নানা ধরণের বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতি বছর বার্ষিক বনভোজন নিয়মিত অনুষ্ঠিত হয়ে আসছে।