১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ মসিক মেয়র মোঃ ইকরামুল হক টিটু’র ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন মানুষের মাঝে ১২শত প্যাকেট খাদ্য সামগ্রী বিতরন
২৭, এপ্রিল, ২০২০, ১০:০৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

ভাইরাসে আক্রান্তের ঝুঁকি মাথায় নিয়ে সামাজিক (শারীরিক) দূরত্ব বজায় রেখে ক্ষুধার্থ কর্মহীন অসহায় মানুষগুলোর মূখে দুমুঠো অন্নের যোগান দিতে রাত-দিন ছুটে বেড়াচ্ছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) জননন্দিত মেয়র ও মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ইকরামুল হক টিটু।


মেয়র ইকরামুল হক টিটু’র ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের মাধ্যমে কর্মহীন মানুষের মাঝে ১২শত প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করেন। নেতৃবৃন্দ মেয়রের দেয়া এসব খাদ্য সামগ্রী তাদের নিজ নিজ

এলাকার কর্মহীন ও অস্বচ্ছাল মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দিবেন।
২৭ এপ্রিল দুপুরে নগরীর মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে খাদ্য সামগ্রী গ্রহণ করেন নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক নূরুল আমিন

কালাম, টিওসি নেতৃবৃন্দ, অনাসম্বল থিয়েটার, দোকান কর্মচারী, ফুটপাত হকার ও নৈশ প্রহরী সংগঠনের নেতৃবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন জেলা আ.লীগ যুগ্ম সম্পাদক কাজী আজাদ জাহান শামীম, ময়মনসিংহ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি শংকর সাহা, মটর মালিক সমিতির কোচ সম্পাদক সোমনাথ সাহা প্রমূখ।