১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে গোয়েন্দা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোর চক্র ও মাদক ব্যবসায়ীসহ ৫ জন গ্রেপ্তার।।
২, মে, ২০২০, ৮:২৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, ময়মনসিংহ নগরীকে মাদক জুয়া চুরি ছিনতাই অস্ত্রধারী সন্ত্রাসীদের রুখতে জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জমান পিপিএম-(সেবা)

মহোদয়ের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা ডিবি পুলিশের এসআই মোঃ মনিরুজ্জামান সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী মডেল থানা এলাকায় আইন শৃংখলা ডিউটি করাকালীন কোতোয়ালী থানাধীন চরকালিবাড়ী সাকিনস্থ চায়না মোড় থেকে ১৩৬ মিটার কাপড়, ১৯ টি শার্ট, ১৩টি জিন্স প্যান্টে ও ২২ টি মোবাইলের ব্যাটারী সহ আন্তঃজেলা চোর চক্রের অন্যতম সদস্য ১। মোঃ হৃদয় (২৮), পিতা মৃত-আঃ খালেক, সাং-ঝানজাইল বাজার, থানা-দুর্গাপুর, জেলা-নেত্রকোণা (ভাসমান), ২। মোঃ জুয়েল (৩৬), পিতা মৃত-বাবুল মিয়া সাং-কালিবাড়ী এস কে হাসপাতালের সামনে, ৩। মোঃ জসিম উদ্দিন (৩২), পিতা-আঃ ছাত্তার, সাং-চরকালিবাড়ী মধ্যপাড়া, ৪। মোঃ সজিব হোসেন (১৯), পিতা-মিজান উদ্দিন,

সাং-চরকালিবাড়ী পশ্চিমপাড়া, সর্ব থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদের গ্রেফতার করা হয়। ইহা ছাড়াও এসআই মোঃ আব্দুর রাজ্জাক সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী মডেল থানা এলাকায় মাদক উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করে কোতোয়ালী থানাধীন বেগুনবাড়ী থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ী ১। রবিউল ইসলাম ড্রাইঃ (৪০), পিতা মৃত-আব্দুর রাজ্জাক, সাং-শরীফপুর বেপারীপাড়া, পোঃ শরীফপুর, থানা-জামালপুর সদর, জেলা-জামালপুরকে গ্রেফতার করা হয়। ডিবি ওসি শাহ্ কামাল আকন্দ, বলেন, মাদক ব্যবসায়ী, চুরি, ছিনতাই, অস্ত্রধারী ও সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।ইতিমধ্যে গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।