১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, অর্থনীতি ফেঁসে যাচ্ছেন খাদ্য অধিদপ্তরের অর্ধশত কর্মকর্তা
৪, মে, ২০২০, ১১:২৯ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

খাদ্য মন্ত্রণালয়ের অধিনে মাঠ পর্যায়ে কর্মরত উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা ও খাদ্য পরিদর্শক বিভিন্ন এলএসডিতে কর্মরত গুদাম ইনচার্জ দের অনিয়ম ও দুর্নীতির কারনে ক্ষুর্ন হচ্ছে খাদ্য বিভগ। গত মাসে খাদ্য বিভাগের জেলা, উপজেলায় কর্মরত টিসিএফ ও বিভিন্ন এলএসডির গুদাম ইনচার্জ দের অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ন সচিব ( সমন্বয় ও সংসদ) শাহনেওয়াজ তালুকদার ও উপসচিব নুরুল আলম, রায়না আহমেদ উচ্চ পর্যায়ের একটি টিম বিভিন্ন জেলা ও উপজেলায় গেল আমন ধান, চাল সংগ্রহে তদন্ত করতে গিয়ে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ পেয়েছে তদন্ত কমিটি। ভুয়া রাইছ মিল দেখিয়ে অনেক উপজেলায় নাম মাত্র কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করে বেশিরভাগ আমন ধান / চাউল সিন্ডিকেট এর কাছ থেকে ক্রয় করে হাতিয়ে নিয়েছে কোটি, কোটি টাকা ।

* অনিয়ম ও দুর্নীতির অভিযোগে কয়েক মাস আগে শেরপুর জেলার ঝিনাইগাতি উপজেলার সরকারি খাদ্য গুদাম ইনচার্জ বিকাশ চন্দ্র কে গেল সেপ্টেম্বর মাসে বরখাস্ত করা হয় । বর্তমান ওসি এলএসডি আয়মান বিনতে ফেরদৌছ ( নুপুর) এর বিরুদ্ধে গত ৪/১২ / ২০১৯ তারিখে ঝিনাইগাতি উপজেলার রাইছ মিল মালিকরা খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর অভিযোগ করেন। পরবর্তীতে সেই অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে খাদ্য মন্ত্রণালয় ও অধিদপ্তর। তদন্তে সত্যতা পাওয়ার ওসিএলএসডির বিরুদ্ধে ব্যবস্হা নেওয়া হয় নাই । শেরপুর জেলার নালিতাবাড়ী ও নকলা খাদ্য গুদাম ইনচার্জ এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ধামাচাপা দেওয়া হয়েছে। নকলা খাদ্য গুদাম ইনচার্জ রেজাউল কে অনিয়ম ও দুর্নীতিতে সহযোগিতা না করায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ লুৎফর রহমান এর সাথে বিরোধ চলমান রয়েছে একটি সুত্র জানায়। নেত্রকোনা জেলার পুর্বধলা সরকারি খাদ্য গুদামের ওসি এলএসডি রবিন এর বিরুদ্ধে গেল আমন সংগ্রহ মৌসুমে কৃষকদের কাছ থেকে কিছু দান কিনে সিন্ডিকেট এর কাজ থেকে আমন ধান ও চাল সংগ্রহ করে রয়েছে বহাল তবিয়তে। এ ব্যাপারে গুদাম ইনচার্জ রবিন এর সাথে কথা হলে তিনি বলেন এ সকল অভিযোগ সঠিক নয়। জামালপুর জেলার কতিপয় খাদ্য গুদাম ইনচার্জ ও টিসিএফ এর বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নামে বেনামে কোটি কোটি টাকার আয় বহিভুত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।

* এ ব্যাপারে খাদ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তার সাথে কথা হলে জানা যায় তদন্ত কমিটি অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্তে সত্যতা পেয়েছে বিধি অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। দোয়া করবেন আমাদের সবাইকে আল্লাহ করোনা ভাইরাস থেকে রক্ষা করুক।