করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধ ও চলমান দুর্যোগপূর্ণ অবস্থা কারনে কর্মহীন অসহায়,হতদরিদ্র,ভ্রাম্যমানদের মাঝে পবিত্র মাহে রমজান উপলক্ষে রোজাদারদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজের সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহ- সভাপতি আমিনুল হক শামীম (সিআইপি)।
বিভাগীর শহর ময়মনসিংহে অলকা নদী বাংলার সামনে থেকে বিতরণ কর্মসুচীর উদ্ভোধন করে পর্যায়ক্রমে নগরীর নতুন বাজার মোড়, জিলা স্কুল মোড়, টাউনহল মোড়, চরপাড়া মোড়ে, মাসকান্দা, দিঘারকান্দা, পাটগুদাম ব্রীজ মোড়সহ ২০টি পয়েন্টে ময়মনসিংহের প্রায় ৪ হাজার রোজাদার মানুষের মাঝে এই ইফতার সামগ্রী বিতরণ করেন তিনি।
এ সময় ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল, যুগ্ন সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ আলী আকন্দ,দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দ্বীন ইসলাম ফখরুল, প্রচার সম্পাদক আহসান মোঃ আজাদ, জেলা মোটর মালিক সমিতির কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা, চেম্বার অব কমার্সের সহ সভাপতি শংকর সাহা, আওয়ামীলীগ নেতা হুমায়ুন কবির হিমেল সহ আওয়ামীলীগ এর অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দেশের এই ক্রান্তিলগ্নে অভাবের মাঝে সংকট সময়ে রোজার মাসের এই ইফতার সামগ্রী পেয়ে খুশী সুবিধাভোগীরা।