১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ডিবি পুলিশ কর্তৃক নান্দাইলের চাঞ্চল্যকর নবী হোসেন হত্যা মামলার আসামী তৈয়ব গ্রেফতার।।
৭, মে, ২০২০, ৯:৩৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা: আহম্মার উজ্জামান -এঁর (পিপিএম-সেবা) দিকনির্দেশনায় জেলা পুলিশ আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছেন জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ্ কামাল অাকন্দ পিপিএম(বার)। তারই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) এর নির্দেশে নান্দাইল থানার চাঞ্চল্যকর নবী হোসেন হত্যা মামলার প্রধান আসামী সাইফুল ইসলাম ওরফে তৈয়বকে (ডিবি) পুলিশ আটক করেছে। গোপন সুত্রে খবর পেয়ে ডিবি পুলিশের এস আই আক্রাম হোসেন কেন্দুয়া থেকে গতকাল আটক করতে সক্ষম হন। গত ৫ই মে পুকুরের সীমানা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে নবী হোসেনকে হত্যা করে পালিয়ে যায়।

এ ব্যাপারে নান্দাইল থানায় ১১ নং মামলা দায়ের করা হয়। ধৃত সাইফুল ইসলাম ওরফে তৈয়বের পিতার নাম মৃত আমির হোসেন,নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার পাইকুড়া (নাগডরা) তার বাড়ী। ধৃত আসামী তৈয়বকে আজ ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। ডিবি পুলিশের ওসি শাহ কামাল আকন্দ পিপিএমের নির্দেশনায় এসঅাই আক্রাম এই অভিযান পরিচালনা করেন।