১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ১ও ২ নং ফাঁড়ি পুলিশের যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ নগরীর চিহ্নিত চোর ও ছিনতাইকারী সহ আটজন গ্রেপ্তার।।
৯, মে, ২০২০, ৯:০৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, )(পিপিএম-সেবা) এর দিকনির্দেশনা মোতাবেক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে জেলা পুলিশ মাদক ব্যবসায়ী, জুয়াড়ি, চোর ছিনতাইকারী, সন্ত্রাসী ও অস্ত্রধারীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় অতিরিক্ত পুলিশ সুপার কোতোয়ালী মডেল সার্কেল মো: আল আমিন এর নির্দেশে কোতোয়ালী থানার ওসি মাহমুদুল ইসলাম, পিপিএম এর সরাসরি তত্ত্বাবধানে কোতোয়ালি থানার ১ ও ২ নং ফাঁড়ি ০৯/০৫/২০২০ তারিখ শনিবার যৌথ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রশস্ত্র সহ নগরীর আটজন চিহ্নিত ছিনতাইকারী ও চোরকে গ্রেপ্তার করেন। এই অভিযানের নেতৃত্ব দেন ১ নং ফাঁড়ির এস আই ফারুক হোসেন সহ ২ নং ফাঁড়ি পুলিশের কর্মকর্তারা অংশ নেন। অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. আল আমিন বলেন,ঈদ পূর্ববর্তী জনসাধারণের জানমালের নিরাপত্তা জন্য আমাদের এই অভিযান প্রতিনিয়ত চলবে।