১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর, ধর্ম ও ইসলাম, ময়মনসিংহ গৌরীপুরে ময়মনসিংহ জেলা আ:লীগ সাংগঠনিক সম্পাদক ড.সামিউল আলম লিটনে’র পিতার ১ম মৃত্যুবার্ষিকী পালিত।।
২৩, মে, ২০২০, ৯:১৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিশিষ্ট সমাজসেবক,গরীব-দুঃখী অসহায় মানুষের আস্থার প্রতীক,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রলীগ নেতা কৃষিবিদ ড.সামিউল আলম লিটনের পিতা

গৌরীপুরের সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব মরহুম আলহাজ্ব ডাঃ সোলায়মানের প্রথম মৃত্য বার্ষিকী উপজেলার ভাংনামারী ইউনিয়নের বারুয়ামারী এলাকায় অনুষ্ঠিত হয়েছে। বিশিষ্ট চিকিৎসক ডাঃ সোলায়মানের মৃত্য বার্ষিকী উদযাপন উপলক্ষে ২৩মে শনিবার বিকালে মরহুমের আত্মার মাগফিরাত কামনার্থে মিলাদ ও দোয়া মাহফিল, মরহুমের কবর স্থান জিয়ারতসহ প্রয়াত পিতার জন্য দোয়া কামনা করে গরীব দুঃখী মানুষের মাঝে মাহে রমজানের ইফতারী বিতরণ করা সহ বিভিন্ন কর্মসূচি পালন করেন মরহুমের পুত্র সাবেক ছাত্রলীগ নেতা, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি,ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড.সামিউল আলম লিটন।কৃষিবিদ ড.সামিউল আলম লিটনের পিতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে অায়োজিত দোয়া, মিলাদ ও ইফতার মাহফিলে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) অাসনের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড.মোয়াজ্জেম হোসেন বাবুল,জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক এম এ কুদ্দুছ,

জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শওকত জাহান মুকুল,ভাংনামারী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর নূর খোকা,জেলা আওয়ামী লীগের সদস্য এড. ইমদাদুল হক সেলিম সহ ময়মনসিংহ জেলা ও গৌরীপুর উপজেলা অাওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বিপুলসংখ্যক গৌরীপুরের অধিবাসী উপস্থিত ছিলেন।