করোনাকালীন বৈশ্বিক মহামারীতে পুরো বিশ্বের ন্যায় বাংলাদেশও বিপর্যস্ত।সারা দেশ লকডাউনের কবলে থাকায় ব্যবসা-বাণিজ্য সব কিছুই স্থবির হয়ে পড়েছে।বহু মানুষ সাময়িক কর্মহীন হয়ে অভাবগ্রস্থ হয়ে পপড়েছে।এমতাবস্থায় পবিত্র রমজান মাসের সিয়াম সাধনান্তে রাত পেরোলেই ঈদ।
করোনাসংকটেও ঈদকে অানন্দময় করতে জনপ্রিয় অনলাইন পোর্টাল তথ্যপ্রতিদিন ২৪ ডট কম পরিবারের পক্ষ থেকে সাময়িক অভাবগ্রস্থ সংবাদকর্মী ও নিম্ন-মধ্যবিত্ত ৫০ টি পরিবারের মাঝে তাদের সামাজিক সম্মান রক্ষার্থে ফটোসেশন না করে ঈদ উপহারসামগ্রী বন্টন করা হয়।
এসময় তথ্য প্রতিদিনের প্রকাশক মারুফ হোসেন কমল, সম্পাদক সৈয়দ তোফায়েল(তপন),ব্যবস্থাপনা সম্পাদক অনূকুল সরকার অঞ্জন,নির্বাহী সম্পাদক সুমন চন্দ্র ঘোষ,চীফ রিপোর্টার মো:সেলিম মিয়া,বার্তা সম্পাদক মো: জহির সহ তথ্য প্রতিদিন পরিবারের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ঈদ পূর্ব উপহার বিতরণ প্রসঙ্গে প্রকাশক মারুফ হোসেন কমল ও সম্পাদক সৈয়দ তপন সমস্বরে বলেন,তথ্য প্রতিদিন পরিবার নিরলসভাবে বস্তুনিষ্ঠ সংবাদ যেমন প্রতিমুহূর্তে পরিবেশন করছে,তেমনি যে কোন মানবিক দুর্যোগেও অামরা জনগণ তথা সংবাদকর্মীদের পাশে থাকতে বদ্ধপরিকর।পেশাগত ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই অাজকে অামরা উপহারগ্রহীতা পরিবারগুলোর সামাজিক সম্মানের কথা বিবেচনা করে কোনরুপ ফটোসেশন না করি তথ্যপ্রতিদিন পরিবার সংশ্লিষ্টরাই একত্রে একটি ছবির পোজ দিয়েছি।
সবাইকে তথ্যপ্রতিদিন পরিবারের পক্ষ থেকে পবিত্র ঈদ-উল -ফিতর এর শুভেচ্ছা।