১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা, স্বাস্থ্য করোনায় আক্রান্ত সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা
২৭, মে, ২০২০, ১০:২৮ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজুর রহমানের দেহে করোনার উপস্থিতি পাওয়া গেছে। তিনি সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৩০তম বিসিএস এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

মঙ্গলবার (২৬ মে) রাতে এমপি নিউজ কে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়েমুল হুদা। তবে তাকে আইসোলেশনে রাখা হবে কিনা তা মেডিকেলে টিমের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত রবিবার (২৪ মে) সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ৮৩ জনের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। মঙ্গলবার নমুনা পরীক্ষার ফলাফলে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ২৯ জনের করোনা পজিটিভ আসে। এদের মধ্যে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন মেডিকেল অফিসারও আছেন বলে জানা গেছে।