রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়ার সহধর্মিনী আনোয়ারা বেগমের মৃ’ত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মঙ্গলবার (২৬ মে) এক শোক বার্তায় রাষ্ট্রপতি হামিদ মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
আনোয়ারা বেগম আজ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ)-এ ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভূগছিলেন। গত ১৯ মে তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়।
সুত্র, mp news