১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, লীড নিউজ অর্থনীতির চাকাটা সচল রাখতে হবে – প্রধানমন্ত্রী
৩১, মে, ২০২০, ৮:৪৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

দীর্ঘদিন সবকিছু বন্ধ রেখে একটা দেশ চলতে পারে না মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অন্য দেশগুলোও ধীরে ধীরে তাদের অর্থনৈতিক ক্ষেত্র ও যাতায়াত উন্মুক্ত করছে। কাজেই আমরাও সেই পদ্ধতিতে যাচ্ছি।

রবিবার (৩১ মে) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এবারের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

এসময় শেখ হাসিনা বলেন, অর্থনীতির চাকাটা সচল রাখতে হবে। কারণ মানুষের উপার্জনের পথ প্রায় বন্ধ হয়ে গেছে। আমরা দিচ্ছি, সহযোগিতা করছি। কিন্তু তারপরেও বিশেষ করে সীমিত আয়ের লোকদের চলতে হচ্ছে। প্রত্যেকেরই কষ্ট করতে হচ্ছে। এ কষ্টের হাত থেকে সবাইকে আমরা মুক্তি দিতে চাই। এরই মধ্যে আপনারা জানেন আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি।

‘যদিও বাজেটের ওপর আমাদের চাপ পড়বে। আগামী ১১ জুন আমরা বাজেট ঘোষণা দেবো। বাজেট প্রণয়নের কাজও আমরা সেরে ফেলেছি।’

শেখ হাসিনা বলেন, ‘করোনা ভাইরাস চোখে দেখা যায় না। কিন্তু এর এমন একটা শক্তি সারা বিশ্বকে নাড়া দিয়েছে, বিশ্বকে স্থবির করে দিয়েছে, অর্থনীতির চাকা স্থবির করে দিয়েছে। সেরকম একটা পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের চলতে হচ্ছে। যে কোনো অবস্থা মোকাবিলা করে আমাদের চলতে হবে।

সেখানে নিজেকে সুরক্ষিত রাখা এটা যেমন প্রয়োজন। সেইসঙ্গে সঙ্গে আমাদের অর্থনীতির চাকাটাও যেন চলে সেদিকেও লক্ষ্য রাখতে হবে।

একটা অস্বাভাবিক পরিবেশ, কারণ যেহেতু করোনা ভাইরাসের সমস্যাটা শুধু বাংলাদেশে না, এটি বিশ্বব্যাপী সমস্যা। আজকে সারাবিশ্বই কিন্তু এ ভাইরাসের কারণে স্থবির হয়ে গেছে। শিক্ষা, ব্যবসা-বাণিজ্য, চলাচল সবকিছু স্থবির। এ অবস্থার মধ্যদিয়েই আমাদের চলতে হচ্ছে। আমাদের ছেলে-মেয়েরা স্কুলে যেতে পারছে না। শুধু আমাদের না, বিশ্বজুড়েই উন্নত দেশগুলো যে অবস্থার মধ্যে আছে, স্বল্পোন্নত বা উন্নয়নশীল দেশ সবাই একই অবস্থায় চলছে।

‘করোনা ভাইরাসের কারণে যেহেতু অর্থনীতিতে একটা বিরাট ধাক্কা আসছে দেখতে পাচ্ছি। তার মধ্যে দিয়ে আমাদের চলতে হবে, চলতে হচ্ছে। আমরা যেমন চেষ্টা করে যাচ্ছি সহযোগিতা করতে।
সৌজন্যে, mp news