১৪ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩০শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, লীড নিউজ ১৩টি মসজিদে দেওয়া হলো প্রধানমন্ত্রীর অনুদান
৩, জুন, ২০২০, ১:৩৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

মঙ্গলবার প্রধানমন্ত্রীর অনুদানের অংশ হিসেবে দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর ইউনিয়নের ১৩ টি মসজিদকে ৫ হাজার টাকা করে দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলমান করোনা পরিস্থিতিতে সারাদেশের সকল মসজিদকে ১২২ কোটিরও বেশি টাকা আর্থিক সহায়তা দিয়েছেন।

আগানগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মো. জাহাঙ্গীর শাহ মসজিদ কমিটির কাছে এই অর্থ হস্তান্তর করেন। মঙ্গলবার (০২ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা বলা হয়।

মসজিদগুলো হলো- গোলাম বাজার জামে মসজিদ, কদমতলী জামে মসজিদ, চরকুতুব উত্তরপাড় জামে মসজিদ, ইসলাম প্লাজা জামে মসজিদ, পশ্চিম আগানগর জামে মসজিদ, আলমনগর খাজা মার্কেট জামে মসজিদ, বাঘাবাড়ি জামে মসজিদ, জিলা পরিষদ মার্কেট জামে মসজিদ, ছোট মসজিদ, আগানগর জামে বড় মসজিদ, ইনসাফ মার্কেট জামে মসজিদ এবং আম বাগিচা জামে মসজিদ।