১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, সাহিত্য পরিবেশ দিবসের আলোচনায় মুখ্য হয়ে উঠে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে দেয়াল নির্মাণ প্রসঙ্গ।
৫, জুন, ২০২০, ১০:৩৯ অপরাহ্ণ - প্রতিনিধি:

আজ ৫ জুন ২০২০ শুক্রবার
বীক্ষণ-এর ১৮৯১ তম আসর অনুষ্ঠিত।

পরিবেশ দিবসের আলোচনায় মুখ্য হয়ে উঠে
ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে দেয়াল নির্মাণ প্রসঙ্গ।

আজ ৫ জুন শুক্রবার ২০২০ সকাল ১১ টায় ময়মনসিংহ সাহিত্য সংসদ পাঠচক্র প্রকল্প বীক্ষণ’ ১৮৯১ তম আসর ব্রহ্মপুত্র নদের তীর কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনার বিষয় ছিল
‘জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় করনীয় ‘।


অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসাবে ফেসবুক লাইভে বক্তব্য রাখেন পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডঃ মঞ্জুরুল হান্নান খান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি ও সংগঠক ইয়াজদানী কোরায়শী।আলোচনায় অংশগ্রহণ করেন পরিবেশ রক্ষা ও উন্নয়ন আন্দোলন-পরউআ’র সাধারণ সম্পাদক এডভোকেট শিব্বির আহমেদ লিটন, সিঁড়ি সাংস্কৃতিক সংস্থার সভাপতি আব্দুল মোতালেব লাল এবং পরিবেশ বিষয়ক সংগঠন প্রকৃতি’র সভাপতি মুহাম্মদ আনোয়ার উল হক রিপন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ময়মনসিংহ সাহিত্য সংসদ-এর সাধারণ সম্পাদক স্বাধীন চৌধুরী।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ডঃ মঞ্জুরুল হান্নান খান ‘জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় করনীয় ‘ বিষয়ে ঋদ্ধ আলোচনা করেন।সার্কিট হাউজ মাঠে দেয়াল নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, ঐতিয্যবাহী এবং প্রকৃতির এমন মুক্ত মাঠকে আবদ্ধ করা ঠিক নয়।

বিষয় ভিত্তিক আলোচনার মধ্যে বিশেষভাবে স্থান পায় ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে দেয়াল নির্মাণ প্রসঙ্গ। ময়মনসিংহের বক্তারা সার্কিট মাঠকে কেন্দ্র করে প্রয়োজনে বৃহত্তর আন্দোলনে নামার ঘোষণা দেন।
করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠান পরিচালিত হয়।
বীক্ষণ আহবায়ক মুক্তিযোদ্ধা বিমল পাল অনুষ্ঠান পরিচালনা করেন।