১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহ ডিবি’র অভিযানে গাঁজা ও হিরোইন সহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার!
৬, জুন, ২০২০, ৮:৪২ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি মোঃ শাহ্ কামাল আকন্দ, পিপিএম (বার) জানান জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান, পিপিএম-সেবা নির্দেশে মাদক, জুয়া সন্ত্রাসী, চাঁদাবাজ ও অপরাধীদের বিরুদ্ধে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ তারাকান্দা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে ইং ০৫/০৬/২০২০ তারিখ শুক্রবার ৫০০ গ্রাম গাঁজা সহ মাদক ব্যবসায়ী শরাফ উদ্দিন ওরফে শরীফ (৩২) পিতা মৃত-আঃ মোতালেব সাং-মজুয়াকান্দা ৮নং ওয়ার্ড, থানা-পূর্বধলা জেলা-নেত্রকোণা ইহা ছাড়াও এসআই মোঃ আলাউদ্দিন বাদল সংগীয় অফিসার ফোর্সসহ কোতোয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইং ০৬/০৬/২০২০ তারিখ শনিবার বাঘমারা থেকে ১০ গ্রাম হেরোইন সহ মাদক ব্যবসায়ী মোঃ দুলাল মিয়া (৩০) পিতা-মৃত আঃ কাদের সাং-কলসিন্দুর (পূর্ব বাজার ড্রাইভার বাড়ী) থানা-ধোবাউড়া জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে। ওসি (ডিবি) শাহ্ কামাল আকন্দ বলেন মাদক ও অপরাধমুক্ত নগরী গড়তে সকলের সাহায্য ও সহযোগিতা চাই।