১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা দিয়াবাড়িতে করোনা পরিস্থিতি মোকাবেলায় নির্মাণাধীন পুলিশ ব্যারাকের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার
৭, জুন, ২০২০, ৬:৫৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

করোনা সংকট পরিস্থিতিতে সম্মূখ যোদ্ধার ভূমিকায় থাকা বাংলাদেশ পুলিশ সদস্যদের জন্য রাজধানীর উত্তরা দিয়াবাড়ী পুলিশ লাইন্সে নির্মাণাধীন ২০০ শয্যা বিশিষ্ট ব্যারাক পরিদর্শন করলেন ডিএমপি কমিশনার।

শনিবার(৬ জুন, ২০২০) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) অস্থায়ীভাবে নির্মাণাধীন এল প্যার্টানের এই ব্যারাক পরিদর্শনে গিয়ে কাজের অগ্রগতী দেখে সন্তোষ প্রকাশ করেন এবং বাকি কাজ দ্রুত সমাপ্ত করার নির্দেশ প্রদান করেন। এ সময় তিনি কাজের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

পরিদর্শন দলের সঙ্গে থাকা ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (এ্যাডমিন) মীর রেজাউল আলম বিপিএম(বার) ডিএমপি নিউজকে বলেন, জনগণের সেবা ও সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিপুলসংখ্যক সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। আর আক্রান্ত পুলিশ সদস্যদের আবাসন ব্যবস্থা উন্নত করতে এবং পুনরায় তারা যেন আক্রান্ত না হয় সে ব্যবস্থা নিশ্চিত করতে এই ২০০ শয্যাবিশিষ্ট ব্যারাক নির্মাণ করা হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এবং ডিএমপি কমিশনার মোহাঃ শফিকুল ইসলাম বিপিএম(বার) মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টা ও নির্দেশনায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সর্বোত্তম সেবা নিশ্চিত করতে নেওয়া হয়েছে নানামুখী পদক্ষেপ। এরই ফলশ্রুতিতে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুস্থতার হার একদিকে যেমন দ্রুততার সাথে বাড়ছে, অন্যদিকে কমছে নতুন করে সংক্রমণের সংখ্যা।

ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সমন্বয়ে গঠিত পর্যবেক্ষণ দলের মাধ্যমের সার্বক্ষণিক খোঁজ-খবর নেয়া, নিয়মিত খাবারের পাশাপাশি উত্তম খাবার সরবরাহসহ সুচিকিৎসা ও সর্বোত্তম সেবায় করোনা আক্রান্ত ডিএমপির ১ হাজার ৭২৮ জন পুলিশ সদস্যের মধ্যে সুস্থ হয়ে ইতিমধ্যে কাজে ফিরেছেন ১ হাজার ২৪ জন সদস্য। ৬৯৪ জন ডিএমপির সদস্য চিকিৎসাধীন রয়েছেন আর আমরা করোনাযুদ্ধে ১০ জন সহকর্মীকে হারিয়েছি যোগ করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মীর রেজাউল আলম।

নির্মাণ কাজ শেষ হলে চলতি মাসেই ব্যারাকটির উদ্বোধন করবেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

পরিদর্শনের সময়ে সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণ পদ রায় বিপিএম(বার), পিপিএম(বার), গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ আবদুল বাতেন বিপিএম(সেবা), পিপিএম, যুগ্মপুলিশ কমিশনার(হেডকোয়ার্টার্স) শাহ মিজান শাফিউর রহমান বিপিএম(বার), পিপিএম-সেবা, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) আনিসুর রহমান বিপিএম(বার), পিপিএম(বার), ডেভলোপমেন্ট বিভাগের উপ-পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম, উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার নাবিদ কামাল শৈবাল পিপিএম-সেবা ও ট্রাফিক (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল হক।

নগরবাসীকে ঘরে থাকার জন্য সচেতনতা বৃদ্ধি, জীবানুনাশক স্প্রে ছিটানো, খাদ্য সহায়তা, ত্রাণ পৌঁছে দেয়াসহ করোনা সংকট পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে গিয়ে করোনায় আক্রান্ত হয়েছে বিপুলসংখ্যক পুলিশ সদস্য। পুলিশের নিজস্ব হাসপাতাল কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল(সিপিএইচ) ছাড়াও বেসরকারী ইমপালস্ হাসপাতাল ভাড়া নিয়ে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের।

 

সংবাদসূত্র, DMP News