১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অজ্ঞাত নারীর লাশ উদ্ধার
১০, জুন, ২০২০, ৭:৫৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় অজ্ঞাত নারী (৩০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বাক্তা ইউনিয়নের শ্রীপুর গ্রামমের একটি কচুতে থেকে মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা রুহুল আমিন জানান, তার চাচাতো ভাই গরুকে ঘাস খাওয়াতে জমিতে গেলে বাড়ির পাশে কচুেেত এক যুবতির বিবস্ত্র মরদেহ পড়ে থাকতে দেখে। তার চিৎকারে স্থানীয়রা জড়ো হয়ে প্রথমে ইউপি সদস্য ও পরে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

ফুলবাড়িয়া থানার ওসি আজিজুর রহমান জানান, ঐ নারীর লাশ দেখে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তাকে গণধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা। নারীর ব্যাগে গাজীপুরের একটি মার্কেটের দোকানে কেনাকাটার রশিদ পাওয়া গেছে। এতে মনে তার বাড়ি গাজীপুরে হতে পারে। মৃতদেহ শনাক্ত করার জন্য তার ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়েছে। ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) জয়ীতা শিল্পী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানা পুলিশ, ডিবি, পিবিআই ও সিআইডি যৌথভাবে নিহতের পরিচয় শনাক্তকরণ ও হত্যাকারীদের তথ্য সংগ্রহ ও তাদেরকে গ্রেফতারের চেষ্ঠা চলছে বলে ওসি আজিজুর রহমান জানান