১১ জজুন,বৃহস্পতিবার দুপুর ২টা ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অত্যন্ত গুরুত্বপূর্ণ এলাকা ৯নং ওয়ার্ডে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু মহোদয়ের নির্দেশে
৯নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকারের পরিচালনায় করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে এবং ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান সম্পন্ন হয়।
মসিকের ৯ নং ওয়ার্ডের কালীবাড়ী রোড ,কবরখানা এলাকাসহ ব্রহ্মপুত্র নদ তীরবর্তী এলাকার ব্যাপকভাবে পরিচ্ছন্নতা কার্যক্রম চলে।
মসিকের ৯ নং পরিচ্ছন্নতা কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ জহুরুল হক, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লিপি আক্তার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এলাকাবাসী মসিক মেয়র টিটুর নির্দেশনায় ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকারের সামগ্রিক কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেছেন।