১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ঢাকা, সারা বাংলা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে আইজিপি’র শোক
১৩, জুন, ২০২০, ৭:৫১ অপরাহ্ণ - প্রতিনিধি:

জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন এম মনসুর আলীর পূত্র, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

আজ শনিবার এক শোকবার্তায় আইজিপি বলেন, মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনায় ঋদ্ধ জনাব মোহাম্মদ নাসিম আজীবন দেশ ও জনগণের কল্যাণে নিয়োজিত ছিলেন। বর্ষীয়ান এ রাজনীতিবিদের মৃত্যতে আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় ক্ষতি হল। তিনি বিভিন্ন মন্ত্রণালয়ে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। বিশেষ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশ পুলিশকে জনবান্ধব, আধুনিক ও উন্নত বাহিনী হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে অনন্য অবদান রেখেছেন, যা বাংলাদেশ পুলিশ আজও অত্যন্ত শ্রদ্ধা এবং কৃতজ্ঞতার সাথে স্মরণ করে।

আইজিপি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

 

সুত্র,PHQ media