বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক, সাংসদ মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
আজ এক শোকবার্তায় মেয়র বলেন, পাঁঁচবারের নির্বাচিত সাংসদ মোহাম্মদ নাসিম দেশ ও দলের জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় চার নেতার অন্যতম ক্যাপ্টেন মনসুর আলীর সন্তান।
মেয়র বলেন, মোহাম্মদ নাসিমের মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ রাজনীতিবিদ এবং সর্বোপরি মহান এক দেশপ্রেমিককে হারালো।
শোকবার্তায় মেয়র রাষ্ট্রীয় এবং দলীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকালে প্রবীন এই রাজনীতিবিদের ভূমিকাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।
মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন মাননীয় সিটি মেয়র।