আজ বেলা ১২টায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে তাঁর কক্ষে মশক নিধনে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কার্যক্রমসমূহ নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তা আগামী ১৭ জুন তারিখের মধ্যে সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ড জরিপ করে মশার হটস্পটসমূহ চিহ্নিতকরণের নির্দেশ প্রদান করেন। পরবর্তীতে এইসব হটস্পট সমূহে অভিযান পরিচালনা করা হবে।
মশক নিধন কার্যক্রমে জনসম্পৃক্ততা বৃদ্ধি করতে এবং জনসচেতনতা বৃদ্ধি করতে মাইকিং ও লিফলেটের মাধ্যমে প্রচারণা কার্যক্রম শুরু করারও নির্দেশ প্রদান করেন মাননীয় প্রধান নির্বাহী কর্মকর্তা।
এছাড়া, সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমকে আরো কার্যকর করতে গুরুত্বপূর্ণ নির্দেশ ও নির্দেশনা প্রদান করেন।
প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত ডেঙ্গু মৌসুম চলাকালীন মশক নিধনে সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে। নগরবাসীকে নিরাপদ রাখা আমাদের কর্তব্য। সে কাজে কোনভাবেই অবহেলা করা যাবে না।
সভায় সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগ ও শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।