১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, স্বাস্থ্য করোনা সংক্রিত রেড জোন এলাকায় লাল পতাকা দ্বারা বিপদজনক এলাকা হিসাবে চিহ্নিতকরণ।।
১৬, জুন, ২০২০, ৮:৩২ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে-রকরোনা সংক্রমন বিস্তারে বিপদজনক এলাকা হিসাবে মসিকের ১৪নং ওয়ার্ডের মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক এলাকার একটি বাসা,চড়পাড়ার

আল বারাকার মোড় হতে নয়াপাড়ার খাল পাড় পর্যন্ত সুনির্দিষ্টভাবে লাল পতাকা দ্বারা করোনা সংক্রমন বিস্তারে বিপদজনক এলাকা হিসাবে চিহ্নিত করা।ঐসব এলাকাবাসিন্দাদের সচেতন ও সতর্ককরনেই এই উদ্যোগ।

 


এসময়,ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক উজ্জল,মসিকের প্রধান স্বাস্হ্য কর্মকর্তা ডাঃএইচ কে দেবনাথ,নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস,খাদ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার,সার্ভেয়ার মুবাস্সির ,সুজর আলী সহ সংশ্লিষ্ট কর্মচারী-কর্মী উপস্হিত ছিলেন।