১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ঈশ্বরগঞ্জ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ পুলিশের অভিযানে পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার
১৭, জুন, ২০২০, ৯:০৩ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিদেশি পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিল্লাল ও মিলন। ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দের নেতৃত্বে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।

মঙ্গলবার বিকালে থানার সোহাগী ইউনিয়নের বি কাঠালিয়া এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। ঈশ্বরগঞ্জ থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, সোহাগী ইউনিয়নের বি কাঠালিয়া এলাকায় দুই সন্ত্রাসী আগ্নেয়াস্ত্র নিয়ে বড় ধরণের নাশকতার পরিকল্পনা করছে। এ ধরণের গোপন সংবাদ পেয়ে তাৎনিক অভিযান পরিচালনা করি। অভিযানে বিল্লাল ও মিলন নামে দুই সন্ত্রাসীকে একটি বিদেশি পিস্তল ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের একজনের নামে একটি হত্যা মামলা রয়েছে। তিনি আরো জানান, এ ব্যাপারে অস্ত্র আইনে ঈশ্বরগঞ্জ থানায় মামলা হয়েছে।