১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ধর্ম ও ইসলাম, ময়মনসিংহ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় করোনাক্রান্ত মৃত মরিয়ম বেগমের দাফন সম্পন্ন।।
১৯, জুন, ২০২০, ৯:৩৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার ১৬ নং ওয়ার্ডস্থ পূরবী সিনেমা হল সংলগ্ন চামড়াগুদাম এলাকার বাসিন্দা মরিয়ম বেগম(৬৫) অদ্য ১৮/০৬/২০২০ সন্ধ্যা ৬.৩০ মিনিটে এসকে হাসপাতালে মৃত্যুবরণ করেন।

মরহৃমা মরিয়ম বেগমের লাশ মসিক মেয়র মো: ইকরামুল হক টিটু’র নির্দেশনায় নগরীর ভাটিকাশর গোরস্থানে সিটি করপোরেশনের সংশ্লিষ্ট বিভাগের ব্যবস্থাপনায় সুষ্ঠভাবে সম্পন্ন হয়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশন থেকে মৃত মরিয়মের দাফন সুষ্ঠভাবে সম্পন্ন করার জন্য মনিটরিংয়ের দায়িত্বে ছিলেন রবিউল ইসলাম ও জালাল আহমেদ চৌধুরী।
এছাড়াও বিডি ক্লিন সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার ব্যক্তিবর্গ সহ মৃত ব্যক্তির আত্মীয়স্বজনও এসময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ইতিপূর্বেও মেয়র টিটুর প্রত্যক্ষ নির্দেশনায় মসিকের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় করোনাক্রান্ত মৃতদের লাশ মাওলানা এমদাদুল হক ও তাতার টিমের সহায়তায় দাফন-কাফনের ব্যবস্থা সুচারুভাবে সম্পন্ন করা হয়েছে।