সিরিয়াস ক্রাইম,সিআইডির একটি বিশেষ টিম পুরোনো ঢাকার ওয়ারী থানাধীন নারিন্দা ভূতের গলি
এলাকা হতে নকল মাস্ক ও মাস্ক তৈরীর উপকরণ সহ ০৫ (পাঁচ) জনকে গ্রেফতার করেছে।
সানরাইজ ব্যাগ কোম্পানী নামে একটি চক্র করোনা প্যানডেমিক ছড়িয়ে পড়ার পরে নকল মাস্ক তৈরি করে
আসছে মর্মে সিআইডি সূত্রের মাধ্যমে নিশ্চিত হয়। উক্ত অভিযানে প্রায় ১৪০,০০০ (এক লক্ষ চল্লিশ হাজার) পিস
নকল মাস্ক যার আনুমানিক বাজার মূল্য ১৪০,০০০ x ১৫=২১,০০,০০০/- (একুশ লক্ষ টাকা) এবং প্রায় ১০০০
কেজি নকল মাস্ক তৈরির ফেব্রিক্স জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০০০ x ২৫০=২,৫০,০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা)। অভিযানে আটককৃতরা হলো ১। খালিদ ইমরান (৪০), এই কোম্পানীর মালিক ২। এমডি রেহান ইউসুব ৩। মোঃ আব্দুল সোবহান (২০), ৪। জিতু চন্দ্র দাস (৩৬), ৫। মোঃ ওসমান গণী (২৭)।
অনেক দিন ধরে ঠিকাদারের মাধ্যমে তারা বিভিন্ন গুরুত্বপূর্ন দপ্তর/প্রতিষ্ঠানে এ ধরনের নকল মাস্ক সরবরাহ করে
আসছে যা প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিশ্চিত করেছে।
সিরিয়াস ক্রাইম, সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রাজীব ফরহান এর নেতৃত্বে পরিচালিত উক্ত
অভিযানে সিআইডির ৮ সদস্যের একটি টিম অংশ গ্রহণ করে। এ ধরনের অবৈধ মাস্ক তৈরির কারখানা ও সংশ্লিষ্ট
ব্যক্তিদের বিরুদ্ধে সিআইডির অভিযান অব্যাহত থাকবে।
সুত্র, cid facebook page