১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ, স্বাস্থ্য মসিকের উদ্যোগে মাসকান্দা আমিরাবাদে করোনাঝুঁকিপ্রবন ২টি বাসায় লাল নিশান টানিয়ে চিহ্নিতকরণ।।
২১, জুন, ২০২০, ৭:৩২ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু’র নির্দেশে মাসকান্দা আমিরাবাদ এলাকার করোনাঝুঁকিপ্রবণ ২ টি বাসায় অাজ ২১/৬/২০২০ রবিবার লাল নিশান টানিয়ে চিহ্নিত করা হয় এবং পাশাপাশি জীবাণুনাশক ও ব্লিচিং পাউডার ছিটানো হয়।

এসময়,মসিকের প্রধান স্বাস্হ্য কর্মকর্তা ডাঃএইচ কে দেবনাথ,নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস,খাদ্য ও সেনিটেশন কর্মকর্তা দীপক মজুমদার,বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মোহাব্বত অালী,সার্ভেয়ার জাভেদ অালী(সংযুক্তি), মুবাস্সির ,সুজর আলী সহ সংশ্লিষ্ট কর্মচারী-কর্মীসহ সংশ্লিষ্ট স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনা শাখার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।