ময়মনসিংহের ত্রিশালে বাংলাদেশ আ.লীগের সংগ্রাম, গৌরব, ঐতিহ্য (৭১ তম) প্রতিষ্ঠা বার্ষিকী ব্যাপক ঝাক-জমক উৎসাহ উদ্দীপনা মুখর পরিবেশে উদযাপিত হয়েছে। দলটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের যৌথ উদ্দ্যোগে সকালে দলীয় কার্যলয়ে জাতীয় পতাকা উত্তোলন, র্যালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী ও বিকালে আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভায় ত্রিশাল উপজেলা আওয়ামিলীগের যুগ্ম আহবায়ক এ এন এম শোভা মিয়া আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামিলীগের সাবেক যুগ্ম সম্পাদক সম্পাদক আলহাজ্ব নবী নেওয়াজ সরকার।
প্রতিবার বিভিন্ন দিবস উদযাপন উপলক্ষে ত্রিশাল উপজেলা আওয়ামিলীগ কোন কর্মসুচীর ডাক দিলে নেতা,কর্মী,সমর্থকদের উপচেপড়া ভীড় থাকলেও এবারেই প্রথম (কোভিট-১৯) করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সীমিত আকারে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করে স্বল্প পরিসরে প্রতিষ্ঠা বার্ষিকীর উৎসব উদযাপন করেছে উপজেলা আ’লীগ নেতৃবৃন্দ ।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আশরাফুল ইসলাম মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন-বাঙালি জাতির প্রতিটি মহৎ, শুভ ও কল্যাণকর অর্জনে আওয়ামী লীগের ভূমিকা ও অবদান রয়েছে। আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে বঙ্গকন্যা দেশরত্ন শেখ হাসিনার মেধায় দেশ আজ আত্মমর্যাদাশীল দেশ হিসেবে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। ভবিষ্যতেও বাংলাদেশ আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ, উন্নত ও আধুনিক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবে। জননেত্রী শেখ হাসিনার হাত ধরে আওয়ামী লীগের নেতৃত্বে সমৃদ্ধির পথে এগিয়ে যাবে এই বাংলাদেশ। সেই লক্ষে আগামী দিনে দলকে আরো তরান্বিত করে দেশরত্ন শেখ হাসিনার হাত কে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামীলীলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার শান্তি কামনায় ও মহামারী করোনা ভাইরাসের মরণ ছোবল থেকে দেশবাসীকে রক্ষার প্রার্থনা মোনাজাত করা হয়। উক্ত মোনাজাত পরিচালনা- হাফেজ মাওলানা শামসুল আলম জাহাঙ্গীর (নূরানী হুজুর)।এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপজেলা আওয়ামিলীগ ও সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।