১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ফুলপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র কুশল বিনিময়।।
২৪, জুন, ২০২০, ৩:৫৩ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন সদ্য যোগদানকারী নবাগত উপজেলা নির্বাহী অফিসার শীতেষ চন্দ্র সরকার । এসময় অনেকে নতুন যোগদানে তাকে ফুল দিয়ে অভিনন্দন জানান উপজেলাবাসীর পক্ষ থেকে। পরে সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে উপজেলা নির্বাহী অফিসার সৌজন্যতা করে নিউজ না করার পরামর্শ দিয়ে উপজেলা উন্নয়ন কর্মকান্ড কে এগিয়ে নেওয়ার সহযোগিতার লক্ষে সাংবাদিকদেরকে নিয়ম- কানুন বজায় রেখে বস্তুু নিষ্ঠ সংবাদ প্রকাশের আহবান জানান।

২৪শে জুন বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে ফুলপুরে বিভিন্ন মিডিয়াতে কর্মরত সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এসব দিক নির্দেশনামোলক কথা বলেন। এসময় ফুলপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এসিল্যান্ড তৃপ্তি কণা মন্ডল সহ সাংবাদিকগণের মাঝে উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক বিল্লাল হোসাইন, সহ-সভাপতি ক্বারী সুলতান আহাম্মদ, যুগ্ম সাধাারণ সম্পাদক শাহ্ নাফিউল্লাহ সৈকত,সাংস্কৃতিক সম্পাদক হৃদি মোতালেব, শিক্ষা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম ফকির, সহ-সাংগঠনিক সম্পাদক এমএ মোতালেব সরকার, সাহিত্য ও প্রকাশনা আজাহারুল ইসলাম, মফিজুল ইসলাম ওলি, অর্থ বিষয়ক সম্পাদক তপু রায়হান রাব্বি, সাংবাদিক তাসনোভা নাসরিন নিশু, সোলায়মান শাহীন, আকিকুল ইসলাম, নূরু হোসেন, সুজন প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিক নেতৃবৃন্দের সাথে পরিচিত হন এবং সংক্ষিপ্ত মত বিনিময় করেন। এসময় তিনি আরোও বলেন- “প্রশাসন এবং সাংবাদিকের কাজ একই রকম। প্রশাসন সরকারের উন্নয়ন কর্মকান্ড জনকল্যাণে পৌছে দেয় আর সাংবাদিক সকলের কাছে তথ্যপ্রবাহ তুলে ধরে। সমাজের অসঙ্গতি মানুষের সমস্যাগুলো গনমাধ্যমে তুলে ধরাই সাংবাদিকতার দায়িত্ব।
উপজেলা নির্বাহী অফিসার জনবান্ধব প্রশাসনিক দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগিতা প্রত্যশা করেন।