১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ফুলবাড়িয়ার দুই ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
২৭, জুন, ২০২০, ৬:৫৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ ক সার্কেল শনিবার পৃথক অভিযান পরিচালনা করে দুই ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় তাদের কাছ থেকে ৬০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। ফুলবাড়িয়ার দেওখোলা ও ফুলবাড়িয়া পশ্চিমপাড়া থেকে তাদেরকে গ্রেফতার করে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ময়মনসিংহ ক সার্কেলের পরিদর্শক কাজী হাবিবুর রহমানের নেতৃত্বে একটি দল শনিবার ফুলবাড়িয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় দেওখোলা মাঝিপাড়া থেকে আলোচিত ইয়াবা ব্যবসায়ী রাসেল মিয়াকে ২০ পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। রাসেল ঐ এলাকার আঃ মান্নানের ছেলে। অপর অভিযানে ফুরবাড়িয়া পশ্চিম পাড়া থেকে নয়ন মিয়া নামে আরেক ইয়াবা ব্যবসায়ীকে ৪০ পিচ ইয়াবা সহ গ্রেফতার করে। সে ফুলবাড়িয়া পশ্চিম পাড়ার মোফাজ্জল হোসেনের ছেলে। তাদের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মাদক আইনে পৃথক দুইটি মামলা করেছে। এদিকে দেওখোলার ইয়াবা ব্যবসায়ী রাসেলকে গ্রেফতার করার খবরে ঐ এলাকায় অনেকেই স্বস্থি প্রকাশ করেছেন।