মুজিববর্ষের অাহবান, তিনটি করে গাছ লাগান” এই স্লোগানকে সামনে রেখে বঙ্গবন্ধুর সুযোগ্য তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা বাংলাদেশে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করার নির্দেশনা দিয়েছে। সেই সিদ্ধান্ত মোতাবেক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের ঘোষিত সাংগঠনিক কর্মসূচি অনু্যায়ী ময়মনসিংহ জেলা ছাত্রলীগ নেতা তানভীর যোবায়ের ইসলাম তারিন এর নির্দেশে ময়মনসিংহে অানন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ প্রাঙ্গনে বুধবার বৃক্ষরোপন কর্মসূচি পালন করে অানন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগ। এ সময় উপস্থিত ছিলেন অানন্দমোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগ (ইঃবি শাখা) এর সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, অানন্দমোহন কলেজ ছাত্রলীগ নেতা জুলফিকার ইসলাম রাজু, আতিকুল ইসলাম অন্তর, আবির হোসাইন সজীব, আবদুল্লাহ মাজেদ সহ অন্যান্য নেতাকর্মী।
এ সময় জেলা ছাত্রলীগ নেতা তানভীর যোবায়ের ইসলাম তারিন বলেন,পরিবেশের ভারসাম্য টিকিয়ে রাখতে গাছ লাগানোর কোন বিকল্প নেই। গাছ লাগান পরিবেশ বাঁচান।