ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে তিন ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। বুধবার রাতে নগরীর র্যালিরমোড় এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) পুলিশ সুপার আহমার উজ্জামানে নির্দেশে মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে ডিবি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসাবে ডিবির এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ফোর্সসহ বুধবার রাতে (মঙ্গলবার দিবাগত রাতে) ময়মনসিংহ বিভাগীয় নগরীর র্যালীর মোড় থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, পাটগুদাম মদের ডিপো নিউকলোনীর ওসমান শান্ত, আটাণী পুকুর পাড়ের মোঃ রাব্বি ওরফে রায়হান ও বলাশপুরের সুমন মড়ল। তাদের বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালী মডেল থানায় মামলা হয়েছে। বুধবার তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।