১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, সারা বাংলা রবিবার রাষ্ট্রপতির ছোট ভাইয়ের দাফন
১৭, জুলাই, ২০২০, ৬:৩৮ অপরাহ্ণ - প্রতিনিধি:

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের ছোট ভাই মুক্তিযোদ্ধা আবদুল হাইয়ের দাফন শনিবারের পরিবর্তে রবিবার (১৯ জুলাই) বাদ জোহর কিশোরগঞ্জের মিঠামইনে পারিবারিক কবরস্থানে সম্পন্ন হবে।

বঙ্গভবন প্রেস উইংয়ের এক বিজ্ঞপ্তিতে রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন।

এর আগে শনিবার (১৮ জুলাই) আবদুল হাইয়ের দাফন হবে বলে জানানো হয়েছিল।

রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সোয়া ১টার দিকে মুক্তিযোদ্ধা আবদুল হাই শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর।