১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ গৌরীপুর, ময়মনসিংহ জেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক ড: সামিউল আলম লিটনের উন্নয়নমূলক কর্মকান্ড ফেসবুকে ভাইরাল।।
২০, জুলাই, ২০২০, ৪:০৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি ময়মনসিংহ -৩( গৌরীপুর) সংসদীয় অাসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রতাশী ড. সামিউল আলম লিটন তার নিজ এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা সহ অবকাঠামোগত উন্নয়নে স্বউদ্যোগে ব্যাপক ভূমিকা রেখেছেন।

এমনি একটি উন্নয়নমূলক অসাধারণ উদ্যোগ – নিজ অর্থায়নে ১ কিলোমিটার কাচা রাস্তাকে পাকাকরণের খবর ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।ড. সামিউল অালম লিটন কে নিয়ে আওয়ামী লীগ নেতা ও অনলাইন এক্টিভিস্ট শাহীন রাকিবের বহুল অালোচিত লেখাটা পাঠকদের উদ্দেশ্যে হুবুহু তুলে ধরা হলো:-

 

ডঃ সামিউল আলম লিটন । খুউব বেশিদিন হয়নি ওর সাথে আমার পরিচয় হয়েছে। সহজ সরল সাদামনের ভালো একজন মানুষ। লিটন ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ৯নং ভাংনামারী ইউনিয়নের ছেলে। ফেসবুকে দেখতে পেলাম নিজের অর্থায়নে ওর এলাকায় একমাত্র High School বারুয়ামারী উচ্চ বিদ্যালয়ের সংযোগ সড়কটি (বারুয়ামারী দক্ষিণ পাড়া হইয়া লক্ষীপুর ) পাকা করে দিচ্ছে।
লিটন সাবেক ছাত্রলীগ নেতা। বঙ্গবন্ধু কৃষি কলেজের (পরবর্তীতে বঙ্গবন্ধু কৃষি বিশ্ব বিশ্ববিদ্যালয়) নির্বাচিত ভি পি ছিল। তারপর কেন্দ্রীয় যুব লীগের ( নানক – আজম) সদস্য ছিল। লিটনের সেই সময় গুলিতে ওর সাথে আমার পরিচয় ছিল না। সে যখন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হোল তখন থেকেই লিটনের সাথে পরিচয় এবং কাছ থেকে দেখা।

ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের যে কোন কর্মসূচিতে লিটনের সরব উপস্থিতি দলের সকল পর্যায়ের নেতা কর্মীদের নজর কেড়েছে। ব্যাবসায়ীক কাজের শত ব্যস্ততার মাঝেও কোন রাজনৈতিক কর্মসূচিতে নিজেকে সরিয়ে রাখে না। লিটনের এই সরব উপস্থিতি আমাদের মত মাঠ পর্যায়ের কর্মী দের করে উজ্জেবীত ও সাহসী।
রাজনৈতিক নেতৃবৃন্দ যারা নির্বাচিত জনপ্রতিনিধি উনারাই সাধারনত নিজের নির্বাচনী এলাকায় সরকারি অর্থায়নে উন্নয়ন মুলক কাজ গুলি করে থাকেন।আর বাদবাদি নেতৃবৃন্দ যদি উন্নয়ন মুলক কাজ করতেও চান তাহলে কেন্দ্রে আর মন্ত্রণালয়ে ঘুরে সরকারি অনুদানের মাধ্যমেই করে থাকেন।

কিন্তু এই ক্ষেত্রে বিরল দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছে ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক Shameul Alam Liton। পেশাগত জীবনে একজন সফল শিল্পপতি। কৃষিবিদ ডঃ সামিউল আলম লিটন একান্তই নিজস্ব অর্থায়নে নিজ এলাকার মানুষের স্বাচ্ছন্দ্য চলাচলের জন্য মাটির রাস্তাটিকে ১ কিলোমিটার পাকা করে দিচ্ছে। হয়তো এই বিষয়টি সাংবাদিক বন্ধুদের নজরে আসবে না। জাতীয় পত্রিকা কিংবা টিভি নিউজে এই খবর স্থান পাবে না। তথাপি প্রচার বিমুখ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের এই নেতা আমাদের মত লাখো কর্মীদের কাছে অনুকরনীয় হয়ে থাকবে। লিটন এই কাজের মাধ্যমে সমগ্র দেশ জুড়ে একটি উদাহরন হয়ে থাকবে। রাজনৈতিক নেতারা শুধুই “নিতে জানে দিতে জানে না” এই অপবাদ গুচিয়ে দেয়ার জন্য স্নেহভাজন ছোট ভাই, প্রচার বিমুখ ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক লিটন কে অভিনন্দন ও শুভ কামনা আর সেই সাথে আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে লিটন কে দিচ্ছি দাড়িয়ে স্যালুট।
জয় বাংলা জয় বঙ্গবন্ধু
শাহীন রাকিব
২০/০৭/২০