১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ অপরাধ, ময়মনসিংহ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে তিন চোর গ্রেফতার।
২২, জুলাই, ২০২০, ১২:০৬ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানা পুলিশ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশ সুপার এর নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করছে। অভিযানে মোটরসাইকেল চুরি, বাসাবাড়িতে চুরির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে। এ সময় একটি চোরাই মোটরসাইকেল ও চুরি হওয়া ৫০ হাজার টাকা উদ্ধার করেছে পুলিশ।

ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ফিরোজ তালুকদার জানান, সোমবার ২০ জুলাই রাতে সদর উপজেলার পরানগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোর দলের সক্রিয় সদস্য দুধর্ষ মোটরসাইকেল চোর মোঃ ইমরানকে চোরাই একটি মোটরসাইকেল সহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এছাড়া নগরীর সানকিপাড়া এলাকায় বাসার ভেন্টিলেটর ভেঙ্গে অত্যন্ত সুকৌশলে বাসার ভিতরে প্রবেশ করে চুরি করতে গেলে হাতেনাতে দুই শিশু চোরকে গ্রেফতার করা হয়। এই দুই চোর হলো জুবায়ের (১৩) ও নাহিদ (১৪)। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়। কোতোয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মুশফিকুর রহমান গণমাধ্যমকে জানান, আটককৃত শিশু অপরাধীদ্বয় চুরির ঘটনায় এর আগে জেল হাজতে ছিল। জেল থেকে বের হয়ে আবারো চুরি করে আসছে। মোটর সাইকেল চোরের বিরুদ্ধে মামলা ও গ্রেফতারকৃত শিশু চোরদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।