ময়মমনসিংহ অফিস: বৈশ্বিক মহামারী করোনাভাইরাসজনিত রোগ কোভিড-১৯ এর সংক্রমন প্রতিরোধে এডভোকেসি ফোরাম,
ময়মমনসিংহের পক্ষ থেকে ময়মমনসিংহের জেলা প্রশাসক মো: মিজানুর রহমানের হাতে গতকাল ২৬-৭-২০২০ দুপুর ১২ টায় স্মারকলিপি প্রদান করেন।এডভোকেসী ফোরাম,ময়মনসিংহের পক্ষ থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের সাথে সমন্বয়ের জন্য গঠিত টিমের সমন্বয়কারী সুমন চন্দ্র ঘোষ
,সদস্য ওয়াহিদুজ্জামান অারজু,মাহমুদা হোসেন মলি,জাহিদ হোসেন উৎপল ও বাবলী অাকন্দ জেলা প্রশাসক মো: মিজানুর রহমানকে করোনা সংক্রমন প্রতিরোধে এডভোকেসী ফোরাম, ময়মনসিংহের কার্যক্রম সবিস্তারে তুলে ধরেন এবং সরকারের প্রজ্ঞাপন অনুসারে মাস্ক ব্যবহারের বাধ্যবাধকতা বাস্তবায়ন তথা করোনা সংক্রমন প্রতিরোধে “নো মাস্ক,নো সেল” কর্মসূচী বাস্তবায়নে এডভোকেসী ফোরামের কার্যক্রমে জেলা প্রশাসনকে সহযোহিতার অনুরোধ করেন।এডভোকেসি ফোরাম জেলা প্রশাসককে অারো বলেন যে, গত বুধবার ময়মনসিংহ জেলা প্রশাসনের ভার্চুুয়াল গণশুনানীতে এডভোকেসি ফোরামের পক্ষ থেকে সুমন ঘোষ ” নো মাস্ক,নো সেল” বাস্তবায়নের প্রস্তাবটি তুলে ধরেছিলেন এবং জেলা প্রশাসন অাগামী ২৮ জুলাই একযোগে পুরো জেলায় মাস্ক পরিধানের ক্যাম্পেইন পরিচালনার উদ্যোগ গ্রহণ করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করার পাশাপাশি জেলা প্রশাসনের করোনা সংক্রমন প্রতিরোধে ঘোষিত যে কোন কার্যক্রমে এডভোকেসি ফোরাম সহায়তা করবে বলেও জানান।
ময়মনসিংহের জেলা প্রশাসক মো: মিজানুর রহমান এডভোকেসি ফোরাম,ময়মনসিংহের কর্মকান্ডে সন্তোষ প্রকাশ করেন এবং এডভোকেসী ফোরাম সহ সকল স্বেচ্ছাসেবী সংগঠনসমূহকে নিজ নিজ অবস্থানে থেকে করোনা সংক্রমন প্রতিরোধে কাজ করার অাহবান করেন।