১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ সাজাহান সরকার সাজু ময়মনসিংহ সদর উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বীকৃতি পেয়েছেন।।
২৮, জুলাই, ২০২০, ৫:০১ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ সদর উপজেলার ১১ নং ঘাগড়া ইউনিয়ন পরিষদের এর চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শাজাহান সরকার সাজু বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস প্রতিরোধে এবং নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করায় গত বিশ্ব জনসংখ্যা দিবস ১১ জুলাই ২০২০ এ ময়মনসিংহ সদর উপজেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হিসেবে স্বীকৃতিপ্রাপ্ত হন।

উল্লেখ্য আওয়ামী লীগের দুঃসময়ে কান্ডারী ও অত্র এলাকার ত্যাগী নেতা হিসেবে আলহাজ্ব শাজাহান সরকার সাজু নিরলসভাবে জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দলের নেতাকর্মীদের প্রিয় এবং আস্থাভাজন নেতা হিসেবেও সুপরিচিত।

তার কর্মের স্বীকৃতিস্বরূপ উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন যৌথভাবে সম্মাননা সনদ প্রদান করে। জেলা প্রশাসকের সাথে মতবিনিময় কালে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক ২৮ জুলাই চেয়ারম্যান মহোদয় ইউনিয়ন পরিষদে সামাজিক দূরত্বে মেনে গণজমায়েত পরিহার, সঠিকভাবে মাস্ক পরিধান এবং ব্যবহার বিধি সম্পর্কে ব্যাপক গণসচেতনতামূলক আলোচনা করেন।
ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাজাহান সরকার সাজু অারো বলোন,নাগরিকদের বাইরে চলাফেরা, অফিস আদালতে গিয়ে সেবা নেওয়া সহ সবক্ষেত্রেই মাস্ক পরিহিত থেকে স্বাস্থ্য বিধি কঠোরভাবে মেনে চলতে হবে। যারা মাস্ক পরিধানবিহীন যেকোনো সরকারি, বেসরকারি, আধা- সরকারি সহ অন্যান্য সব ধরণের প্রতিষ্ঠানে সেবা নিতে যাবেন তাদেরকে সেবা না দিতেও আহবান জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব মহোদয়।

মাস্ক পরিধানের গুরুত্ব ও এ বিষয়ে গণসচেতনতা গড়ে তুলতে তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে প্রচারণা চালাতেও অনুরোধ জানিয়েছেন। ‘নো মাস্ক-নো সার্ভিস’ শ্লোগানটি নাগরিকদের উপলব্ধি করাতে পারলে করোনা সংক্রমণ প্রতিরোধে জেলায় আরো অনেক সফলতা আসবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে অাহবান জানান, সম্মানিত ঘাগড়া ইউনিয়নবাসী অাপনারা করোনা ভাইরাসের সংক্রমন থেকে বাচতে হলে মাস্ক পরিধান করে ইউনিয়ন পরিষদের সকল সেবা নেওয়ার জন্য এখন থেকে সকলকে বিনীতভাবে অনুরোধ রইলো।