১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ গ্রিন এনভায়রণমেন্ট মুভমেন্ট-সবুজ পরিবেশ অান্দোলন ময়মনসিংহ মহানগর কমিটির উদ্যোগে বৃক্ষরোপন অনুষ্ঠিত।
২৮, জুলাই, ২০২০, ৭:৫৭ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিস:মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে গ্রিন এনভায়রণমেন্ট মুভমেন্ট-সবুজ পরিবেশ অান্দোলন কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের

নির্দেশনায় ময়মনসিংহ মহানগর কমিটির উদ্যোগে আজ ২৮-০৭-২০২০ মঙ্গলবার দুপুরে ঐতিহ্যবাহী মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্ভোধক হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মো: ইকরামুল হক টিটু ও প্রধান অতিথি হিসেবে সংরক্ষিত মহিলা অাসনের সাংসদ মনিরা সুলতানা মনি উপস্থিত ছিলেন।

এসময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড.সামিউল আলম লিটন, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো: আবু তাহের।

বৃক্ষরোপন পূর্ববর্তী এক অালোচনায় সভাপতিত্ব করেন গ্রীন এনভায়রণমেন্ট মুভমেন্ট-সবুজ পরিবেশ আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি সানজিদা স্বর্ণা ও সাধারণ সম্পাদক রাহাত হোসেন রাতুল অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।এসময় সংগঠনটির মহানগর শাখার অন্যান্য নেতৃবৃন্দ ছাড়াও রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ পরিবেশ অান্দোলনের বিভিন্ন সংস্থার নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।