১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ খাদ্যে ভেজাল নিয়ন্ত্রণে ময়মনসিংহ জেলা প্রশাসনের জিরো টলারেন্স ।। ।।নিয়মিত অভিযান ও জরিমানা আদায়।। ,
২৮, জুলাই, ২০২০, ৯:৩৫ অপরাহ্ণ - প্রতিনিধি:

ঈদুল আযহাকে কেন্দ্র করে ময়মনসিংহের মানুষকে সুস্থ রাখতে খাদ্যের ভেজাল নিয়ন্ত্রণে জেলা প্রশাসনের পক্ষ থেকে হাট-বাজারে ব্যাপক মনিটরিং এর ব্যবস্থা করেছেন জেলা প্রশাসক মো: মিজানুর রহমান। তাই আসন্ন ঈদুল আযহায় করোনাকালীন সংকটে মহামারী নিয়ে ব্যস্ততার আড়ালে বিভিন্ন খাদ্য সামগ্রী উৎপন্নকারী প্রতিষ্ঠান যাতে ভেজাল ও নিম্নমানের খাদ্যপণ্য দিয়ে জনমানুষের স্বাস্থ্যঝুকি আরও প্রকট করতে না পারে সেদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারী অব্যাহত রয়েছে। সেই লক্ষ্যে ময়মনসিংহ জেলা প্রশাসনের নির্দেশনায় নিয়মিত বিরতিতে ভ্রাম্যমান কোর্ট পরিচালনা করছেন জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসার,সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। তারই ধারাবাহিকতায় জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সেগুফতা মেহনাজ এর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় অদ্য ২৮শে জুলাই মঙ্গলবার নগরীর কাচারীঘাট এলাকায় মোমিন ফুডস নামক একটি খাদ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভেজালবিরোধী অভিযান পরিচালনা করে ৫০০০০/(পঞ্চাশ হাজার মাত্র)টাকা অর্থদন্ড প্রদান করে ভ্রাম্যমান আদালত। একই দিনে নগরীর বিভিন্ন সেমাই, ফুচকা উৎপাদন, বড়ই আচার ও তেতুল আচার প্রস্তুতকারী কারখানায় অভিযান পরিচালিত হয়। র‍্যাব…