বিরোধীদলীয় নেতা ও ময়মনসিংহ সদর অাসনের এমপি রওশন এরশাদের পক্ষ থেকে ময়মনসিংহবাসীকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন মহানগর জাতীয় পার্টির সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
ঈদ-উল-আযহা উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় জাহাঙ্গীর আলম বলেন, আত্মত্যাগ এবং আল্লাহ’র প্রেমে আত্মসমর্পণের বার্তা নিয়ে আসে পবিত্র ঈদুল আযহা। কুরবানির এই ত্যাগের মর্ম অনুধাবন করে সমাজে শান্তি ও কল্যাণের পথ রচনা করতে আমাদের সংযম ও ত্যাগের মানসিকতায় উজ্জীবিত হতে হবে। ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। সবাইকে ঈদ মোবারক ও ঈদুল আজহার শুভেচ্ছা।
তিনি সবাইকে ঈদ শুভেচ্ছা ও আন্তরিক মোবারকবাদ জানানোর পাশাপাশি করোনাকালে সরকারী নির্দেশনা ও স্বাস্থ্যবিধি মেনে ঈদ উদযাপনের আহবান জানান।
তথ্য প্রতি দিন.কম