১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ বিজ্ঞান, ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম-আহবায়ক এইচ এম ফারুকের ঈদুল আযহার শুভেচ্ছা।।
৩১, জুলাই, ২০২০, ১২:২০ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিমদের ঈদুল অাযহা উপলক্ষ্যে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ময়মনসিংহ জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক ও বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এইচ এম ফারুক।

শুভেচ্ছা বাণীতে এইচ এম ফারুক বলেন,আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা।মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র ইসমাইল (আ.)কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালবাসা, অবিচল আনুগত্য ও আকুন্ঠ আত্নত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্হাপন করেছেন তা অতুলনীয়।

তিনি আরও বলেন,ব্যক্তি ও সমাজ জীবনে কোরবানির শিক্ষা সঠিকভাবে কাজে লাগাতে পারলে জাতীয় উন্নয়ন ত্বরন্বিত হবে।

এইচ এম ফারুক আরও বলেন,পবিত্র ঈদুল আযহা এবার একটু ভিন্নভাবে পালিত হচ্ছে।করোনাভাইরাস আমাদের মাঝে মহাবিপর্যয় হিসেবে দেখা দিয়েছে। মহান ত্যাগের মহিমায় সকলকে মহামারি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে নির্দেশনাগুলো মেনে এবং নিজে সুস্হ থাকতে এবং সবাইকে মাস্ক পরিধান করে বাইরে বের হওয়া ও নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে পবিত্র ঈদুল আযহা উদযাপনের আহ্বান।
রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপ ও সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ মহামারি করোনা সংকট মোকাবিলায় উন্নত বিশ্বের যে কোন রাষ্ট্রের চাইতেও সক্ষমতার পরিচয় দিয়েছে।জননেত্রী শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশ আওয়ামী যুবলীগের সংগ্রামী চেয়ারম্যান অধ্যাপক শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম নিখিলের অনুপ্রেরণায় করোনাদুর্যোগে মানবিক সংকট নিরসনে কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও কাজ করে যাবো ইনশাল্লাহ। ঈদ মোবারক
জয় বাংলা
জয় বঙ্গবন্ধু