১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহের ডিসি মো: মিজানুর রহমান করোনা ভাইরাসে আক্রান্ত।
৫, আগস্ট, ২০২০, ৬:২৮ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিস:

বৈশ্বিক মহামারী অদৃশ্য দানব করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক (ডিসি) মো: মিজানুর রহমান।

৪ আগস্ট রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজে আরটি পিসিআর ল্যাবে করোনা পরীক্ষায় তার শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে।ময়মনসিংহের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
এডিসি জ
জেনারেল জাহাঙ্গীর আলম আরো জানান,সম্প্রতি জেলা প্রশাসকের গানম্যান সাইফুল ইসলাম ও তার গাড়িচালক বেলায়েত হোসেনের করোনা শনাক্ত হয়।সে কারণে তিনিও পরীক্ষার জন্য নমুনা জমা দিয়েছিলেন।গতরাতে সেই ফলাফলে করোনা পজিটিভ আসে।তার শারীরিক অবস্থা এখন ভালো আছে এবং তিনি আইসোলেশনে আছেন।অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম আরও জানান, জেলা প্রশাসক মমো: মিজানুর রহমান জেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ছিলেন।করোনা সংক্রমণের শুরু থেকেই করোনা মোকাবেলায় নানা উদ্যোগ গ্রহন করেছেন এবং নিজে মাঠে অত্যান্ত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। সিভিল সার্জন ডা. এ বি এম মসিউল আলম জানিয়েছেন,মঙ্গলবার মমেকের পিসিআর ল্যাবে ২৬২ জনের নমুনা পরীক্ষার মধ্যে ৩৪ জনের করোনা শনাক্ত হয়েছে।এর মধ্যে সিটি কর্পোরেশন ও সদরের ১৮ জন। মুক্তাগাছায় ৫ জন,ত্রিশালে ৪ জন,ভালুকা ৩ জন, ঈশ্বরগঞ্জ ২ জন এবং তারাকান্দা ও গফরগাঁওয়ে ১ জন করে রয়েছেন
সিভিল সার্জন এ বি এম মসিউল আরও জানান, এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৬৪ জনের এর মধ্যে সুস্থ হয়েছেন ২ হাজার ৩০৩ জন এবং ২৮ জনের মৃত্যু হয়েছে।