১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ জাতীয়, ফিচার ৪ আগস্ট ১৯৭২…
৫, আগস্ট, ২০২০, ৬:৪১ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

৪ আগস্ট ১৯৭২…
আজকের এদিনে প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লন্ডনে চিকিৎসারত প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান রোগশয্যায় শায়িত থেকেই বাংলাদেশের বন্যা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। রোগশয্যায় থেকে তিনি বাংলাদেশের হাই কমিশনার সুলতান আহমেদের কাছে বাংলাদেশের সর্বশেষ পরিস্থিতি জানতে চান। প্রধানমন্ত্রী তাকে বাংলাদেশের সার্বিক অবস্থা সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করেন। বঙ্গবন্ধু বন্যা পরিস্থিতির সর্বশেষ অবস্থা সম্পর্কে তাকে অবহিত করার জন্য নির্দেশ দেন। ত্রাণ কার্যক্রম কি রকম চলছে এবং ক্ষতির পরিমাণের বিষয়ে তাকে অবহিত করা হয়।

খবরে বলা হয়, প্রধানমন্ত্রী এদিন আগের চেয়ে কিছুটা হাসিখুশি ছিলেন। বেগম মুজিব ও অন্যদের সঙ্গে প্রাণ খুলে কথা বলেছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার নুরুল ইসলাম বলেন, বঙ্গবন্ধু প্রায় সেরে উঠছেন তার ক্ষত শুকিয়ে গেছে। তিনি এখন স্বল্প পরিসরে হাটতে পারেন। আজ তাকে হাসপাতাল করিডোরে হাটা অনুশীলন করানো হয়েছে।

সমগ্র বাঙালি জাতি প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের আশু রোগমুক্তি, সুস্থ হয়ে প্রত্যাবর্তন ও দীর্ঘায়ু কামনা করে সারা দেশে বিশেষ প্রার্থনা, কাঙালিভোজ খাওয়ানো হয়। বাংলাদেশ আওয়ামী লীগের আহ্বানে এই জাতীয় প্রার্থনা দিবস পালিত হয়। বায়তুল মোকাররম মসজিদের মোনাজাতে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদের মোনাজাতে রাষ্ট্রপতি আবু সায়ীদ চৌধুরী অংশ গ্রহন করেন। মোনাজাত অনুষ্ঠান জুমার নামাজের পরপর অনুষ্ঠিত হয়।

courtesy :Dulok Ahmed