ময়মনসিংহ নগরীতে শোকাবহ ১৫ আগষ্ট উপলক্ষে নিরাপত্তা নিশ্চিত করতে নগরীর বিভিন্ন জায়গাগুলোতে ময়মনসিংহ জেলা ডিবি পুলিশের মহড়া ও চেকপোস্ট বসানো হয়েছে। মাদক, সন্ত্রাস ও অবৈধ অস্ত্র নির্মূল করতে ময়মনসিংহ জেলার গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহা: আহমার উজ্জামান পিপিএম (সেবা)’র নির্দেশে জেলা গোয়েন্দা শাখার ডিবি ওসি শাহ কামাল আকন্দ পিপিএম(বার) এর দিকনির্দেশনায় নগরীর প্রবেশপথ,ও ট্রাফিক মোড়গুলোতে ডিবি পুলিশের মহড়া ও চেকপোস্ট বসানো হয়েছে। চেকপোস্টগুলোতে ডিবি পুলিশ মোটরসাইকেল, সিএনজি, প্রাইভেটকার সহ বিভিন্ন যানবাহন ও সন্দেহজনক ব্যক্তি এবং ব্যাগ চেক করা হচ্ছে। তাছাড়া অবৈধ অস্ত্র ও মাদক বিরোধী অভিযানে ডিবি পুলিশের বিশেষ টীম সাড়াশি অভিযান চালিয়ে যাচ্ছে। ১৫ আগষ্ট এর পরিপূর্ণ নিরাপত্তা সুনিশ্চিত করতে মাঠে নেমেছে ময়মনসিংহ জেলা পুলিশ ও ডিবি পুলিশ।