ময়মনসিংহ অফিস: মসিক মেয়র মো: ইকরামুল হক টিটু’র নির্দেশনায় এডিস মশার অাবাসস্থল চিহ্নিতকরণে ম্যাজিস্ট্রেসি অভিযান চালিয়ে টায়ারের ভেতর জমা পানিতে এডিস মশার লার্ভা পাওয়ায় আজ দুপুরে বলাশপুর এলাকার ন্যাশনাল টায়ার সোলস নামক প্রতিষ্ঠানকে ৫০০০ টাকা জরিমানা করে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজিব উল আহসানের ভ্রাম্যমাণ আদালত।
উল্লেখ্য, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের চলমান মশক নিধন কার্যক্রমের অংশ হিসেবে এডিস মশার লার্ভা সনাক্তকরণ ও বিনষ্টকরণ এবং সচেতনতা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। এছাড়াও,
বাসাবাড়ি ও প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা আইনের আওতায় আনছে মসিকের ভ্রাম্যমাণ আদালত।
সিটি কর্পোরেশনের ভ্রাম্যমাণ আদালতের এ কার্যক্রম চলমান থাকবে।