ময়মনসিংহ অফিস: মুক্তাগাছায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহতের ঘটনায় ঘাতক রাজিব পরিবহন বাসের চালক : মো কামাল হোসেনকে(৫৩) তাৎক্ষণিভাবে গ্রেপ্তার করে আজ ৯-৮-২০২০ রোজ রবিবার আদালতে সোপর্দ করা হয়েছে।
ওসি মুক্তাগাছা সামাজিক মাধ্যমে লিখেছেন,
আমরা মুক্তাগাছা পুলিশ সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণকারী প্রত্যেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি পাশাপাশি শোকাহত প্রতিটি পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি।
আসুন আমরা ট্রাফিক আইন মেনে চলি এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করি।
আর এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার পর আমাদেরকে এত পরিমাণ ব্যস্ত থাকতে হয় যে যেটা ভাষায় প্রকাশ করা কঠিন, নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করতে গিয়ে প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও বর্ণনাতীত ব্যস্ততার কারণে অনেকের ফোনে সাড়া দিতে পারিনি, এই অনিচ্ছাকৃত বিষয়টি বাস্তবতার নিরিখে বিচার করে ভুল না বুঝার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি।