১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ মসিক মেয়র টিটু’র সহযোগিতায় কেন্দ্রীয় কৃষকলীগের নির্দেশনায় বন্যার্তদের মাঝে মহানগর কৃষক লীগের ত্রাণসামগ্রী বিতরণ।।
১০, আগস্ট, ২০২০, ৯:২১ পূর্বাহ্ণ - প্রতিনিধি:

তথ্য প্রতিদিন.কমঃ  বৈশ্বিক মহামারী করোনাকালীন দুর্যোগে মরার উপর খড়ার গাঁ এর মতো নতুন দুর্যোগ হিসেবে অাভির্ভূত হযেছে আকস্মিক বন্যা। পাহাড়ী ঢলের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায়

ময়মনসিংহ সিটি কর্পোরশন এর অন্তর্গত ব্রহ্মপুত্র তীরবর্তী অঞ্চলগুলোতে ক্ষতিগ্রস্থ অসহায় মানুষের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনার আহবানে উদ্ধুদ্ধ হয়ে বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ সমীর চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক এড.উম্মে কুলসুম স্মৃতি এমপি’র নির্দেশনা মোতাবেক ময়মনসিংহ সিটি কর্পোরেশন এর মেয়র ও মহানগর কৃষকলীগের অন্যতম পৃষ্ঠপোষক মো: ইকরামুল হক টিটু’র সার্বিক সহযোগিতায় বন্যার্ত অসহায় মানুষের মাঝে ময়মনসিংহ মহানগর কৃষকলীগ এর উদ্যোগে গতকাল ৯ আগষ্ট রোজ রবিবার ময়মনসিংহ মহানগরীর নদীতীরবর্তী ২১,২২,৩২ ও ৩৩ নং ওয়ার্ডে মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্যসামগ্রী উপহার বানভাসি অসহায় মানুষের মাঝে বিতরন হয়।মসিক মেয়র মো: ইকরামুল হক টিটু’র সার্বিক সহযোগিতায় সাময়িক বিপদগ্রস্ত বন্যার্তদের মাঝে খাদ্য উপহার বিতরণকালীন সময়ে ময়মনসিংহ মহানগর কৃষকলীগের প্রতিষ্ঠাকালীন সভাপতি এ.বি.ছিদ্দিক ও মহানগর কৃষকলীগের প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আবুল হাশেম রায়হান এর নেতৃত্বে মহানগর কৃষকলীগের শীর্ষ নেতৃবৃন্দ ও সংশ্লিষ্ট ওয়ার্ড নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্য উপহার বিতরণ পরবর্তী এক প্রতিক্রিয়ায় ময়মনসিংহ মহানগর কৃষকলীগের সভাপতি এ.বি. ছিদ্দিক তথ্য প্রতিদিনকে বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসকালীন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে অনেক মানুষ এমনিতেই কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে,তন্মধ্যে করোনা মহামারীর মাঝেই নতুন প্রাকৃতিক দুর্যোগ আকস্মিক বন্যায় ময়মনসিংহ নগরীর ব্রহ্মপুত্র নদ তীরবর্তী হাজার হাজার পরিবার চরম দুর্ভোগে পড়েছে । আমরা কৃষকলীগ পরিবার মসিক মেয়র মো: ইকরামুল হক টিটু’র সহযোগিতায় বানবাসী মানুষের পাশে দাড়িয়েছি এবং আগামী দিনগুলোতেও অর্থাৎ বন্যা পরিস্থিতির উন্নয়ন না হওয়া পর্যন্ত পাশে থাকব। ময়মনসিংহ মহানগর কৃষকলীগের প্রতিষ্ঠাকালীন সাধারন সম্পাদক মো: আবুল হাশেম রায়হান এক সাক্ষাতকারে তথ্য প্রতিদিনকে বলেন, টানা ভারীবর্ষণে ও পাহাড়ি ঢলে ব্রহ্মপুত্র নদের পানি বিপদসীমা অতিক্রম করায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নদী তীরবর্তী ওয়ার্ডগুলোর বাসিন্দারা এই করোনাকালীন সংকটময় মুহূর্তে আকস্মিক বন্যায় চরম মানবিক সংকটের সন্মুক্ষীন হয়েছে। আমরা মহানগর কৃষকলীগের উদ্যোগে সাময়িক অভাবগ্রস্ত অসহায় বন্যার্ত বানভাসি মানুষদের জন্য মসিক মেয়র মো: ইকরামুল হক টিটু’র সহযোগিতায় মাননীয় প্রধানমন্ত্রীর খাদ্যশস্য উপহার প্রদান করছি। মহানগর কৃষকলীগের সাধারন সম্পাদক আবুল হাশেম রায়হান আরো বলেন,মসিক মেয়র টিটুর আন্তরিক সহযোগিতায় আগামীদিনেও বন্যাকবলিত এলাকায় অসহায় জনগণের পাশে ময়মনসিংহ মহানগর কৃষকলীগ পরিবার মানবিক সহায়তা প্রদান করবে ইনশাল্লাহ।
উল্লেখ্য ময়মনসিংহ মহানগর কৃষকলীগের উদ্যোগে গতকাল রবিবার সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত দুইটি ট্রলারযোগে বানভাসি অসহায় বন্যার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর এসব খাদ্যশষ্য উপহারসামগ্রী বিতরণ করা হয়।
মহানগর কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক বানভাসি মানুষকে মানবিক সহায়তার জন্য মসিক মেয়র টিটু’র প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান এবং ত্রাণকার্যে সহায়তার জন্য মহানগর কৃষকলীগ নেতৃবৃন্দ ও ওয়ার্ড নেতৃবৃন্দদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।