১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ ময়মনসিংহে হস্তশিল্প বিপণন ডাহুক এর ই কমাস সাইট উদ্বোধন করলেন আমিনুল হক শামীম
১২, আগস্ট, ২০২০, ৭:০৪ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহে হস্তশিল্প বিপণন প্রতিষ্ঠান ডাহুক এর ই কমাস সাইট আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। বুধবার ১২ আগষ্ট ময়মনসিংহের প্রাচীনতম বহুল পরিচিত অন্যতম নারী উদ্যোক্তার হস্তশিল্প বিপণন এই প্রতিষ্ঠানটি বোতামটিপে ই কমাসযুগে আনেন আমিনুল হক শামীম সিআইপি।

নারী উদ্যোক্তা বিলকিস খানম পাপড়ি প্রায় ১০ বছর আগে সোনালী ব্যাংকের সহায়তায় হস্তশিল্প বিপণন প্রতিষ্টান ডাহুক প্রতিষ্ঠা করেন।

 

বাংলাদেশ ব্যাংকের তৎকালীন গভর্নর ডঃ আতিয়ার রহমান ঐ সময়ে ডাহুক নামক এই প্রতিষ্ঠানটি উদ্বোধন করেন । ময়মনসিংহ নগরীর মফিজ উদ্দিন ইনডেক্স প্লাজায় প্রতিষ্ঠিত হস্তশিল্প ডাহুক প্রতিষ্ঠানটি দিনে দিনে ব্যাপক প্রশংসা লাভ করে। এই নারী উদ্যোক্তা ডিজিটালযুগে তার প্রতিষ্ঠান ডাহুকের পণ্য অনলাইনের মাধ্যমে গ্রাহকের হাতে পৌছে দিতে উদ্যেগ নেন। নারী উদ্যোক্তা বিলকিস খানম পাপড়ির সেই উদ্যোগ অনলাইনে বেতামটিপে আনুষ্ঠানিকভাবে সম্পন্ন করেন ময়মনসিংহ চেম্বার অব কমাসের সভাপতি মোঃ আমিনুল হক শামীম সিআইপি।
এ সময় ডাহুকের ব্যবস্থাপনা পরিচালক বিলকিস খানম পাপড়ি, আলম এশিয়া প্রাইভেট লিমিটেড এর চেয়ারম্যান ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য এডভোকেট ইমদাদুল হক সেলিম, বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগ নেতা ডঃ সামিউল আলম লিটন, আনন্দ মাল্টিমিডিয়ার পরিচালক মামুন মোখলেছুর রহমান, কম্পিউটার প্রোগ্রামার জিনিয়া রহমান, বিশিষ্ট ব্যবসায়ী আলী ইউসুফ, নিরাপদ সড়ক চাই ময়মনসিংহের সভাপতি আবদুল কাদের চৌধুরী মুন্না, রেডিও ১৯ এর প্রধান নির্বাহী রনী রাসেলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।