১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

প্রচ্ছদ ময়মনসিংহ মসিক আঙ্গিনায় অভিযানকালে স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পড়ায় জরিমানা।।
১৯, আগস্ট, ২০২০, ৮:৩৬ অপরাহ্ণ - প্রতিনিধি:

ময়মনসিংহ অফিস: আজ উনিশ আগস্ট বুধবার বেলা দুইটায় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভ্যন্তরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়। অভিযান পরিচালনা করেন মসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাজীব -উল-আহসান।

সিটি কর্পোরেশনে চত্বরে আগত দর্শনার্থীগন যারা মাস্ক পরিধান করেননি ও স্বাস্থ্যবিধি অমান্য করেছেন তাদেরকে আইনের আওতায় আনা হয়।

মোট ৯ টি মামলায় ৯ জনের কাছ থেকে জরিমানা আদায় করা হয়।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলেছেন এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।