ময়মনসিংহে কবিতা আবৃত্তিতে প্রথম স্থান অধিকার করলো ক্ষুদে প্রতিভা “ইসরাত জাহান রিফা”, অন্যদিকে রচনা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করলো ক্ষুদে প্রতিভা ” নুসরাত জাহান রিতু”।
খুদে ও তরুণ প্রতিভাদের মেধাকে বিকশিত করতে, “ময়মনসিংহ পুলিশ নারী কল্যাণ সমিতি( পুনাকের)” আয়োজনে ব্যতিক্রমী এক অনলাইন কবিতা আবৃত্তি ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অংশ নেয় ময়মনসিংহ জেলা গোয়েন্দা সংস্থা পিপিএম (বার) ডিবির ওসি শাহ কামাল আকন্দ এর দুই সন্তান।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি শাহ্ কামাল আকন্দ রিফা ও রিতু তার দুই সন্তানের সাফল্য দেখে আনন্দিত ও গর্ববোধ করছেন এবং সকলের কাছে সন্তানদের জন্য সাফল্য, দীর্ঘায়ু ও দোয়া কামনা করেন।