ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। তার কাছ তেকে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। রবিবার সকালে বিভাগীয় নগরীর শম্ভুগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি শাহ কামাল আকন্দ পিপিএম (বার) জানান, পুলিশ সুপার আহমার উজ্জামানের নির্দেশে ডিবি পুলিশ নিয়মিত মাদক বিরোধী অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে ডিবির এসআই কামরুল হাসান সংগীয় অফিসার ফোর্সসহ রবিবার সকালে বিভাগীয় নগরীর শম্ভুগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৩০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী সাইদুল ইসলামকে গ্রেফতার করে। সে রঘুরামপুরের (হাইস্কুল পাড়া) ঈমান আলীর ছেলে। তার বিরুদ্ধে মাদক আইনে কোতোয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে। রবিবার বিকালে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ।